ইনসুলিন (Insulin) কীভাবে সংরক্ষণ করবেন?

ডায়াবেটিস রোগীদের নিত্য সঙ্গী ইনসুলিন (Insulin)। তাই ইনসুলিন (Insulin) সংরক্ষণ নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। চলুন উত্তর দেয়া যাক।

★ ইনসুলিন সংরক্ষণ করার আদর্শ তাপমাত্রা হচ্ছে ১৫°- ২৫° সেলসিয়াস। যদি বাইরের তাপমাত্রা এমন হয় (শীতকালে), তাহলে আপনি কক্ষ তাপমাত্রায়ই একে সংরক্ষণ করতে পারেন। গরমকালে ফ্রিজের নরমাল তাপমাত্রার অংশে সংরক্ষণ করতে পারেন।

★ ইনসুলিন নেবার অন্তত পনের মিনিট আগে একে কক্ষ তাপমাত্রায় রেখে স্বাভাবিক করে তারপর নিতে হবে।

★ কখনোই ডিপ ফ্রিজে বরফের সাথে ইনসুলিন কে রাখা যাবেনা।

★ সরাসরি সূর্যের আলো বা আগুন অথবা ইলেকট্রনিক ডিভাইস যেটি কিনা গরম বা উষ্ণতা বিকিরন করে তার সংস্পর্শে রাখা যাবেনা।

★ কখনও ইনসুলিনের রঙে পরিবর্তন দেখলে সেটিকে ফেলে দেয়াই ভাল।

★ ইনসুলিন ভায়াল খোলার ২৮দিনের মধ্যে ব্যবহার করা উত্তর। এর বেশি দিন সংরক্ষণ করলে এর কার্যকরীতা কমে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart