আপনি অমিক্রনে সংক্রমিত হয়েছেন কিনা বুঝবেন কিভাবে?

-করোনাভাইরাস এর নতুন ধরন অমিক্রণ প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। ২৪ শে নভেম্বর ২০২১ এটি শনাক্ত হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিশ্বের প্রায় 50 টি দেশে ছড়িয়ে পড়ে। অমিক্রনের উপসর্গ কী? – অমিক্রণ যখন প্রথম দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে তখন দেশটির স্বাস্থ্য বিভাগ মূলত ৪টি উপসর্গের কথা জানিয়েছিলেন। করোনাভাইরাস এর সাধারণ উপসর্গ এর পাশাপাশি এখনো পর্যন্ত সেগুলোকেও অমিক্রনের মূল উপসর্গ হিসেবে বিবেচনা করছেন চিকিৎসকেরা। উপসর্গগুলো হচ্ছে-

১. রোগীর ক্লান্তি;

২. কিছুটা মাথাব্যথা;

৩. পুরো শরীরে ব্যথা এবং

৪. হালকা গলা খুসখুস করা।

এছাড়া অমিক্রনে আক্রান্ত হলে অনেকের কাছেই এটা নিছক সাধারণ ঠান্ডা লাগে বলে মনে হতে পারে। অমিক্রন কি রোগ ছড়ায়? – বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেল্টার তুলনায় অমিক্রণ বেশি ছড়ায় কিন্তু এর মাত্রা এখনো অজানা। সংস্থাটির মতে ওমিক্রন ভেরিয়েন্ট বেশকিছু রূপান্তর বা মিউটেশন রয়েছে। যার অনেকগুলো রয়েছে ভেরিয়েন্টির স্পাইক প্রোটিন এর মাধ্যমে মূলত করোনাভাইরাস মানবদেহে প্রবেশ করে। আপনি কি অমিক্রণ এ আক্রান্ত? – চিকিৎসকের মতে আপনি অমিক্রন রোগে আক্রান্ত কিনা সেটা শুধু উপসর্গ দেখে নিশ্চিতভাবে বলা কঠিন।

এটা শতভাগ নিশ্চিত হতে প্রয়োজন জেনোম সিকোয়েন্সিং এর সাহায্য নেওয়া যেটা বেশ ব্যয়বহুল এবং সহজলভ্যও নয়। স্বাভাবিকভাবে করোনা ভাইরাস আক্রান্তদের প্রধান ৩টি উপসর্গ হচ্ছে তিনি তীব্র জ্বর, স্বাদ/গন্ধ চলে যাওয়া এবং কাশি। অমিক্রণ আক্রান্তদের মধ্যে এসব উপসর্গ থাকতে পারে। তবে যদি আপনি করোনাভাইরাস পজিটিভ হয়ে থাকেন এবং প্রচলিত এসব উপসর্গের না থাকে বরং হালকা মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্ত লাগা বা নিছক ঠান্ডা লাগার মত অসুখ থাকে তবে সতর্ক হওয়াই ভালো যে আপনি অমিক্রনে আক্রান্ত হলেও হতে পারেন। এক্ষেত্রে চিকিৎসকেরা দ্রুত করোনা টেস্টের পরামর্শ দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart