‘বেস্ট হেলথ কেয়ার স্টার্ট আপ’ এওয়ার্ড পেল ঢাকা কাস্ট

দেশের স্বাস্থ্যখাতে শ্রেষ্ঠ স্টার্ট আপ এওয়ার্ড পেয়েছে ঢাকা কাস্ট। গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে ঢাকা কাস্টের ফাউন্ডার ডা. ফাহরিন হান্নানের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আইসিটি খাতে নারীদের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মানিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের নারীরা সুযোগ পেলে তাদের দক্ষতা, ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে কাজ করে প্রমাণ দিয়েছেন।’ ঢাকা কাস্টের প্রতিষ্ঠাতা ডা. ফাহরিন হান্নান জানান, ‘বাংলাদেশের ৭০ লাখ ডায়াবেটিস রোগীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছেন তাঁরা। বাসায় বসেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ, নার্সিং সার্ভিস নিতে পারেন ঢাকা কাস্টের ভোক্তারা। এই অর্জন আমাদের সামনের দিনে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’

উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সাবেক এমপি নূরজাহান বেগম মুক্তা, সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম, সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, বেসিসের সাবেক পরিচালক ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, এসএসএল কমার্জের এজিএম ইফতেখার আলম ইশফাকসহ অন্যান্য বক্তা ও উইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামে (উই) ৩০ হাজার সদস্য রয়েছেন যার অনেকেই দেশিয় পণ্য নিয়ে কাজ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart